নতুন শোরুম থেকে পোশাক কিনে ব্যাংকক যাওয়ার সুযোগ

ময়মনসিংহ শহরের কালী শংকর গুহ রোডের নতুন বাজার মোড়ে ‘সেইলর’ শুরু করেছে তাদের নতুন শাখা। এটি সেইলরের ১৩তম স্টোর। প্রায় ৫ হাজার ৫০০ বর্গফুটের স্টোরটিতে ফ্যাশন ব্র্যান্ড সেইলর গতানুগতিক ফ্যাশন ভাবনার বাইরে এথনিক, ক্যাজুয়াল বা ফরমাল এবং পাশ্চাত্য কাটের ফিউশন পোশাক দিয়ে সাজিয়েছে।

dddd
আড়ম্বরপূর্ণভাবে উদ্বোধনী যাত্রায় সবিশেষ উপস্থিতি দিয়ে শুভকামনা জ্ঞাপন করেন ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল মামুন, সিএফও আরশাদ আলী চৌধুরী, সেইলর এর চিফ অপারেটিং অফিসার রেজাউল কবীরসহ ইপিলিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সেইলর এর চিফ অপারেটিং অফিসার রেজাউল কবীর বলেন, ‘সমকালীন ফ্যাশন ট্রেন্ড অনুসরণ করেই সেইলর প্যাটার্ন ও ডিজাইনে নিয়ে এসেছে পরিবর্তন। পাশাপাশি ময়মনসিংহের দুই গুণ শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং ভাষা শহীদ আব্দুল জব্বারকে নিয়েও থাকছে বিশেষ টি শার্টের সংগ্রহ।’

thumbnail
উল্লেখ্য, ক্রেতা আগ্রহ বাড়াতে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেইলরের ময়মনসিংহ স্টোরটিতে থাকছে ক্র্যাচ অ্যান্ড উইন অফার। এতে গ্রাহক প্রতিটি শপিংয়ে কেনাকাটায় পাবেন একটি করে ক্র্যাচ কার্ড। যাতে নুন্যতম ২০ থেকে শতভাগ মূলছাড় সুবিধা ছাড়াও থাকবে ঢাকা ব্যাংকক ঢাকা বিমানের টিকেট, পাঁচতারকা হোটেলে থাকাসহ বিবিধ উপহার।