উজ্জ্বল ত্বকের জন্য ৫ ফেসপ্যাক

ঘরোয়া যত্নে ত্বকে ফেরাতে পারেন উজ্জ্বলতা। প্রাকৃতিক উপাদানের সাহায্যে তৈরি ফেসপ্যাক ব্যবহারে নেই কোনও পার্শ্বপ্রতিক্রিয়া।

Best-Home-Remedies-To-Remove-Sun-Tan-Besan-Turmeric-Anti-Tan-Face-Pack
মধু ও কলা
অর্ধেকটা কলা চটকে ১ টেবিল চামচ মধু মিশিয়ে লাগান ত্বকে। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বকের অতিরিক্ত তেল দূর করে উজ্জ্বল করতে ত্বক।
মুলতানি মাটি ও আলুর রস
১ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে পরিমাণ মতো আলুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি ত্বকের রোদে পোড়া দাগ দূর করবে।
বেসন ও দই
২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ টক দই, ১ টেবিল চামচ মধু ও ১ চিমটি হলুদের গুঁড়া একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।
হলুদ ও মধু
আধা চা চামচ হলুদ গুঁড়ার সঙ্গে ১ চা চামচ দুধ মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
টক দই ও লেবু
৪ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ১ চা চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

তথ্য: বোল্ডস্কাই