বডি লোশন মুখে ব্যবহার করছেন না তো?

শীতকাল চলে গেলেও ত্বকের টানটান ভাব যেন যাচ্ছেই না! গোসলের পর মুখের ত্বকের রুক্ষতা দূর করতে যে লোশন ব্যবহার করছেন, সেটার গায়ে ‘বডি লোশন’ লেখা নেই তো?

moisturizer-apply
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, খুব নিয়মিত করা ভুলের মধ্যে বডি লোশন মুখের ত্বকে ব্যবহার করা অন্যতম। মুখের ত্বক শরীরের অন্যান্য অংশের ত্বকের তুলনায় সংবেদনশীল হয়। ফলে বডি লোশন মুখের ত্বকে ব্যবহার করলে নানাবিধ ত্বকের সমস্যা দেখা দিতে পারে। ডার্মেটোলজিস্ট বা ত্বক বিশেষজ্ঞদের মতে,  বডি লোশন মুখে মাখার লোশনের তুলনায় অনেক ভারি হয়। এতে ব্রণ ও ফুসকুড়ির মতো সমস্যা দেখা দিতে পারে ত্বকে। লোশন মুখের ত্বকে ব্যবহারের আগে অবশ্যই গায়ে ‘ফেস লোশন’ লেখা আছে কিনা দেখে নেবেন। এছাড়া বেবি লোশন ব্যবহার করতে পারেন ত্বকে।
এছাড়া লক্ষ রাখবেন শ্যাম্পু অথবা চুলের রঙ যেন কোনওভাবেই মুখের ত্বকে না লাগে।