চুল পড়া কমাবে পান পাতার রস!

কেবল বয়স্করা নয়, ভারি খাবার খাওয়ার পর আমরাও অনেক সময় পান খাই দ্রুত হজমের জন্য। জানেন কি রূপচর্চায় পান পাতার ব্যবহার সম্পর্কে?

shutterstock_121147453_1478172863

  • পান পাতা বেটে নিন। নারকেল তেলের সঙ্গে পাতার পেস্ট মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। ১ ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করলে চুল পড়া কমবে।
  • গোসলের পানিতে পান পাতার রস মিশিয়ে নিন। শরীরের দুর্গন্ধ দূর হবে।
  • এক বাটি পানিতে ৮-১০টি পান পাতা ফুটিয়ে গোসলের পানিতে মিশিয়ে নিন। অ্যালার্জি দূর হবে।

তথ্য: জি নিউজ