তরুণদের তুলিতে ‘স্বাধীনতার দেয়াল’

thumbnailঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) ত্রিশের বেশি শিক্ষার্থী বনানীর বিমানবন্দর সড়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা মুজিব হল ও ইস্কাটন জয়েন্ট রোডের দেয়ালে এঁকেছেন স্বাধীনতা নিয়ে বিভিন্ন চিত্র। এ দেয়ালচিত্র অংকন এশিয়ান পেইন্টস এর ‘স্বাধীনতার দেয়াল’ শীর্ষক উদ্যোগ। ‘এর উদ্দেশ্য স্বাধীনতার চেতনাকে তুলে ধরা এবং রঙের মাধ্যমে এ চেতনা ও এ ধারণার বহি:প্রকাশ’- বলেন এশিয়ান পেইন্টস বাংলাদেশের মহা ব্যবস্থাপক রিতেশ দোশী। তিনি আরও বলেন, ‘শিল্প সবার কাছে নিজেকে প্রকাশের মাধ্যম। কিছু ক্ষেত্রে চিত্রকলা মানুষের আবেগ প্রকাশে এমনভাবে সহায়তা করে যা শব্দ বা অন্য কিছু দিয়ে করা যায় না। তাইআমরা চেয়েছি, তরুণরা রঙের মাধ্যমে স্বাধীনতা নিয়ে ভাবুক ও চিন্তা করুক।’