এসি ছাড়াই ঘর ঠাণ্ডা করবেন যেভাবে

বাড়তে শুরু করেছে গরমের প্রকোপ। তীব্র গরম থেকে বাঁচতে খুব সহজেই ঠাণ্ডা করতে পারেন ঘর, এসি ছাড়াই! জেনে নিন কীভাবে।

ice-630x420
একটা বাটিতে অনেকগুলো আইস কিউব নিন। ঘরের টেবিল ফ্যান বা পেডেস্ট্যাল ফ্যানের সামনে কোণা করে রাখুন এই বাটি। ফ্যান চলতে থাকলেই সারা ঘরে ছড়িয়ে পড়বে ঠাণ্ডা বাতাস। নিমেষে শীতল হয়ে যাবে ঘর। চাইলে রাতে ঘুমানোর আগে এভাবে ফ্যান চালিয়ে নিতে পারেন। সারারাত ঘর থাকবে আরামদায়ক ঠাণ্ডা।