টুথব্রাশের আরও যত ব্যবহার

পুরনো টুথব্রাশ ফেলে না দিয়ে বিভিন্নভাবে কাজে লাগাতে পারেন। জেনে নিন আরও কীভাবে ব্যবহার করা যায় টুথব্রাশ।

life-changing-beauty-hacks-you-can-do-with-a-toothbrush5

  • ঘরের আনাচে কানাচে যেসব স্থানে হাত পৌঁছে না, সেসব স্থান পরিষ্কার করতে পারেন টুথব্রাশের সাহায্যে।
  • চুল এলোমেলো হয়ে যাওয়ার সমস্যা থেকে বাঁচতে ব্রাশে হেয়ার স্প্রে লাগিয়ে উপরে কিছু চুলে লাগিয়ে নিন।

uvgnyfqnghwbwj5832af3e76a38

  • ঠোঁট ফেটে গেলে নরম টুথব্রাশ দিয়ে ঘষে মরা চামড়া তুলে ফেলুন। এরপর পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন।
  • নেইল আর্ট করতে ব্যবহার করতে পারেন টুথব্রাশ।
  • চুল উঠে টাক পড়ে যাচ্ছে? ব্রাশে টি ট্রি অয়েল লাগিয়ে ঘষুন। চুল গজাবে দ্রুত।

তথ্য: নিউজ এইটিন