স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য যা করবেন এবং যা করবেন না

ঝলমলে ও সুন্দর চুল কে না চায়? স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মেনে চলা চাই কিছু নিয়ম। পাশাপাশি কিছু অভ্যাস ত্যাগ করাও জরুরি। জেনে নিন ঘন, কালো ও মজবুত চুলের জন্য কী করবেন এবং কী করবেন না।  

milbon+long+hair+lady

যা করবেন

  • চুলের সুস্থতার জন্য সুষম খাদ্য রাখা চাই দৈনন্দিন খাদ্য তালিকায়। প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল ও প্রোটিনসমৃদ্ধ খাবার খান রোজ।
  • নিয়মিত আঙুলের সাহায্যে চুলের গোড়া ম্যাসাজ করুন। তেল কুসুম গরম করে ম্যাসাজ করতে পারেন। রাতে ঘুমানোর আগে ৫ মিনিট মাথার তালু ম্যাসাজ করুন।
  • মাইল্ড বা ভেষজ শ্যাম্পু ব্যবহার করবেন।
  • চুল ঘন ঘন ব্রাশ করবেন না।
  • নিয়মিত চুলের আগা ছাঁটুন। তিন মাসে অন্তত একবার চুলের আগা ছাঁটা জরুরি।
  • প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করবেন না।
  • বালিশে সিল্কের কভার ব্যবহার করুন।
  • চুলের যত্নে প্রাকৃতিক উপাদানের তৈরি হেহার প্যাক ব্যবহার করুন সপ্তাহে অন্তত একবার। দই, মধু, কলা, আমলকী, মেহেদি, মেথি, অ্যালোভেরার হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন।
  • রোদে ছাতা অথবা ক্যাপ ব্যবহার করুন।
  • চুলে নিয়মিত কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না।
  • প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা জরুরি।
  • সপ্তাহে একদিন গরম তেল ম্যাসাজ করুন চুলে। তারপর গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন ১৫ মিনিট।
  • পানির সঙ্গে ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে নিন।

যা করবেন না

  • চুলে কেমিক্যালসমৃদ্ধ রঙ ব্যবহার করবেন না।
  • হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনারের মতো যন্ত্র যত কম ব্যবহার করা যায় ততই ভালো।
  • ভেজা চুল আঁচড়াবেন না।
  • চুল অতিরিক্ত আঁটসাঁট করে বেঁধে রাখবেন না।

তথ্য: স্টাইল ক্রেজ