বুফে ইফতার ও সেহরির খোঁজখবর

বন্ধুবান্ধব মিলে সেহরি কিংবা ইফতার কোনও বুফে রেস্টুরেন্টে করতে চাইছেন? মাত্র ৩৯৯ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ১০টি রেস্টুরেন্টের খোঁজখবর থাকছে এখানে।

60548370_2360311044291704_4829825573440192512_o
ক্যাফে শুকরান
ধানমন্ডিতে অবস্থিত ক্যাফে শুকরানে থাকছে সেহরি বুফে ও ইফতার করার সুযোগ। সেহরির জন্য জনপ্রতি ৬০০ টাকা এবং ইফতার ও ডিনার বুফের জন্য ৬৫০ টাকা খরচ পড়বে।
ক্যাফে রিও
৯৯টি পদ দিয়ে বুফে সেহরি করতে পারেবেন এখানে। খরচ পড়বে জনপ্রতি ৬৫০ টাকা। ১১০টি পদ দিয়ে বুফে ইফতার ও ডিনার শেষ করতে পারবেন ৮৫০ টাকায়।
দ্য বাফেট কিং
৫৭ আইটেম দিয়ে বুফে ইফতারের জন্য খরচ পড়বে ৬৯৯ টাকা।
60225540_2360310767625065_3822216680906424320_oসিনে ক্যাফে
ধানমন্ডির সিনে ক্যাফেতে ইফতার ও ডিনারের জন্য খরচ পড়বে ৫৯৯ টাকা। সেহরি খেতে চাইলে জনপ্রতি ৩৯৯ টাকা গুণতে হবে।  
পিৎজা পাস্তা ডাইন
ধানমন্ডি আলমাসের উপরে অবস্থিত পিৎজা পাস্তা ডাইনে ইফতার ও ডিনার বুফের জন্য ৩৯৯ টাকা খরচ করতে হবে আপনাকে।
দ্য বাফেট স্টোরিজ
এটিও ধানমন্ডিতে। ৬০ আইটেম দিয়ে বুফে সেহরি করতে পারবেন ৫৫০ টাকায়। একই খরচে মিলবে ইফতার ও ডিনার করার সুযোগ।
রয়্যাল বাফেট
৬০ পদে ইফতার ও ডিনার সারার পাশাপাশি যদি চান আনলিমিটেড কোল্ড ড্রিংক, তবে জনপ্রতি ১১৫০ টাকা খরচ করতে হবে রয়্যাল বাফেটে। রেগুলার ইফতার ও ডিনার মিলবে ৯৫০ টাকায়।
রেডরেস রেস্টুরেন্ট
শ্যামলির রিং রোডে অবস্থিত এই রেস্টুরেন্টে ইফতার ও ডিনার বুফে মিলবে মাত্র ৩৯৯ টাকায়।
ট্রাম্প ক্যাফে
জিগাতলার ট্রাম্প ক্যাফেতে ইফতার ও ডিনার বুফে পাওয়া যাবে জনপ্রতি ৫০০ টাকা খরচে।
আরাজ রেস্টুরেন্ট
আরাজ রেস্টুরেন্টে ৩৫ আইটেমের ইফতার ও ডিনার বুফে পেয়ে যাবেন ৮৫০ টাকায়।