বাড়ি যাওয়ার ব্যাগ গুছিয়ে নিন

আর কদিন পরই ঈদ। এসময় সবাই বাড়ি যান। বাড়ি যাওয়ার আগে সবারই দীর্ঘ প্রস্তুতি থাকে। জেনে নিন বাড়ি যাওয়ার আগে ব্যাগ গোছানর কয়েকটি টিপস...home going

১) নিজেদের কাপড় আলাদা ব্যাগে নিন।

২) সেই ব্যাগে ওষুধ, টুথব্রাশ, পেস্ট, সাবার, শ্যাম্পু  এবং মোবাইল চার্জার সাইড পকেটে নিন।

৩) আপনার ব্যাকপ্যাক এ অবশ্যই এক জোরা বাড়তি জুতা রাখুন, এতে ভ্রমণ আরামের হবে।

৪) আত্মীয়-স্বজনদের জন্য নেওয়া উপহার সব সময় আলাদা ব্যাগে নেবেন।

৫) অনেকেই বাড়িতে মিষ্টি, ইলিশ মাছ, চিংড়ি মাছের মতো খাবার নিয়ে যান- সেগুলো অবশ্যই বরফ দেওয়া প্যাক থাকে সেটিতে নিয়ে যাবেন।

৬) বাড়িতে গিয়ে কোনো স্পেশাল আইটেম রান্না করতে চাইলে উপকরণগুলো আগে থেকেই কিনে গুছিয়ে তারপর নিয়ে যান। ধরুন বাড়িতে সবাইকে চকোলেট কেক খাওয়াতে চাইলেন। ডিম, ময়দার মতো বেসিক জিনিস সবখানেই পাবেন, কিন্তু চকোলেট বা বেকিং পাউডারের মতো জিনিস তো পাবেন না।

৭) মনে করে গামছা বা তোয়ালে ও চিরুনি নিতে ভুলবেন না। এটি খুব গুরুত্বপূর্ণ জিনিস যা শেয়ার না করাটাই ভালো।