ডিটারজেন্টেও দূর হচ্ছে না কাপড়ের দাগ?

কাপড়ের শক্তিশালী দাগ ডিটারজেন্ট দিয়ে ধুলেও যেতে চায় না। জেনে নিন ঘরোয়া পদ্ধতিতে কীভাবে কাপড়ের দাগ দূর করবেন। 

বেকিং সোডা দূর করে কাপড়ের শক্তিশালী দাগ

  • চা কিংবা কফির দাগ সহজে উঠতে চায় না কাপড় থেকে। ১ চা চামচ বেকিং সোডা দাগের উপর দিয়ে ভালো করে ঘষুন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। উঠে যাবে দাগ।
  • ডিম আধা সেদ্ধ করে নিন। এবার সাদা অংশ ফেটিয়ে দাগের ওপর লাগিয়ে হালকা হাতে ঘষুন। কয়েক মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • চা/কফির দাগের উপর সামান্য পরিমাণে টুথপেস্ট লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। উঠে যাবে দাগ।
  • কয়েক কাপ পানিতে ১ চা চামচ ভিনেগার মিশিয়ে দাগের উপর স্প্রে করে ঘষুন। দাগ দূর হবে।

তথ্য: নিউজ এইটিন