ঘরে তৈরি স্প্রে: ত্বকে বসবে না মশা

ডেঙ্গু জ্বরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সবার মধ্যে। মশার তাড়ানোর ঘরোয়া স্প্রে বানিয়ে ব্যবহার করতে পারেন ত্বকে।   

otkomarovs-1444677170ngk84

যা যা লাগবে
১০০ মিলি বেবি অয়েল
১০০ গ্রাম রসুনের কোয়া
আধা লিটার রাবিং অ্যালকোহল

যেভাবে তৈরি করবেন
রসুনের কোয়া রাবিং অ্যালকোহলে ভিজিয়ে রাখুন ৪ দিন। রাবিং অ্যালকোহল পেয়ে যাবেন হোমিওপ্যাথি ওষুধের দোকানে।  ৪ দিন পর বেবি অয়েল মিশিয়ে নিন। ত্বকের যেসব স্থানে মশা কামড়ায় সেসব স্থানে মিশ্রণটি কয়েক ফোঁটা ঘষে নিন।
সাবধানতা

  • চোখে বা চোখের আশেপাশের ত্বকে লাগাবেন না।
  • শিশুদের ত্বকে দিতে পারেন, তবে সাবধানতা অবলম্বন জরুরি।

তথ্য: ইনস্টিকস ম্যাগাজিন