শুষ্ক ত্বকে ব্রণ?

তৈলাক্ত ত্বকেই ব্রণের প্রকোপ দেখা যায় বেশি। তবে অনেক সময় শুষ্ক ত্বকও আক্রান্ত হতে পারে ব্রণে। জেনে নিন শুষ্ক ও রুক্ষ ত্বকের ব্রণ দূর করার ঘরোয়া উপায়।

acne

  • নিম পাতা পরিমাণ মতো পানি দিয়ে বেটে নিন। ব্রনের উপর ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  • ব্রণ আক্রান্ত ত্বকে মধু লাগান। আধা ঘণ্টা অপেক্ষা করে ঠাণ্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।
  • হলুদ গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  • অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করুন। ব্লেন্ড করে মসৃণ পেস্ট বানিয়ে নিন। ব্রণ আক্রান্ত ত্বকে ৩০ মিনিট লাগিয়ে রাখুন জেল।
  • রাতে ঘুমানোর আগে তুলার টুকরা গোলাপজলে ভিজিয়ে ব্রণের উপর লাগান। পরদিন সকালে ধুয়ে ফেলুন মুখ।
  • কমলার খোসা রোদে শুকিয়ে গুঁড়া করে নিন। পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। ব্রণের উপর লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • অর্ধেকটি পাকা টমেটো সরাসরি ঘষুন ব্রণ আক্রান্ত ত্বকে। আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন ত্বক।
  • শসার টুকরা ব্লেন্ড করে লাগিয়ে রাখুন ব্রণের উপর। ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিন।

তথ্য: স্টাইল ক্রেজ