বিশ্বমানের স্বাস্থ্যসেবা মিলবে যে কার্ডের মাধ্যমে

বিশ্বমানের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় আনতে বিশ্বজুড়ে হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে নিরলসভাবে কাজ করছে ‘মেডিএইডার।’ স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহ প্রদান এবং নিজস্ব সেবার আপডেট সম্পর্কে জানাতে সম্প্রতি আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা কার্ডের উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি। রাজধানীর কাওরান বাজারে বেসিস মিলনায়তনে এক অনুষ্ঠানে এই হেলথ কার্ড উদ্বোধন করা হয়। 

Mediaider card launching Photo
আয়োজনে জানানো হয়, হেলথ কার্ডের মাধ্যমে ভারত, থাইল্যান্ড, শ্রীলংকা, জার্মানী ও তুরস্কের ১১ হাজার ২৫০টি হাসপাতাল থেকে চিকিৎসা বিষয়ক তথ্য ও সেবা নিতে পারবেন গ্রাহক। দেশের বাইরে চিকিৎসা সেবায় ভিসা প্রসেস থেকে শুরু করে যাতায়াত, আবাসন, চিকিৎসা এবং ওষুধসহ সবকিছুতেই মেডিএইডার টিম সহযোগিতা প্রদান করবে। বাংলাদেশে মেডিএইডার ও ভারতের ভিবি হেলথের উদ্যোগে কিউরমার্টের সঙ্গে যৌথভাবে এই সেবা প্রদান করা হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা আফজাল হোসেন। মেডিএইডারের চেয়ারম্যান শায়ের হাসান বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের সমস্যা সমাধানে লাভজনক ও অলাভজনকের প্রাতিষ্ঠানিক উদ্যোগ প্রয়োজন। মেডিএইডার রোগীদের দেশে এবং বিদেশে সাশ্রয়ী মূল্যের চিকিৎসাসেবার সঙ্গে সংযুক্ত করতে কাজ করবে।’
অনুষ্ঠানে মেডিএইডারের প্রধান নির্বাহী শাব্বির আহমেদ এবং প্রশিক্ষক ও লেখক রাজিব আহমেদ বক্তব্য রাখেন। 
এই সেবা সম্পর্কিত বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এখানে- (www.mediaider.com