শাড়ির যত্ন-আত্তি

আবহাওয়াটা ভীষণ প্রতিকূল, এই খটখটে ঘাম ঝরানো গরম আবার এই ঝুম বৃষ্টি। এমন পরিস্থিতিতে আপনার নিজের যত্নের পাশাপাশি পোশাকের যত্নটা ভীষণ দরকার। আর বাঙালি নারীর অন্যতম প্রিয় পোশাক শাড়ির যত্ন আরও বেশি দরকার। ১৩ হাত কাপড়ের এই পোশাকের যতনের আবদার একটু বেশিই। জেনে নিন এমন স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় শাড়ি কেমন করে যত্নে থাকবে...sharee1

১) বাইরে যদি বেশি ঘেমে-নেয়ে থাকেন তাহলে অবশ্যই পরনের শাড়িটি ধুয়ে দিন, ড্রাই ওয়াশ করা লাগবে এমন উপাদানের শাড়ি হলে আপাতত মেলে দিন ফ্যানের বাতাসের নিচে, পরদিন অবশ্যই মনে করে লন্ড্রিতে পাঠাবেন।

২) বছরে একবার কোনো অনুষ্ঠানে-আয়োজনে পরা হয় এমন কিছু শাড়ি সবারই আছে, সেসব শাড়িতে প্রতিমাসেই একবার করে ন্যাপথলিন বা কর্পুর দিয়ে রাখতে হবে।

৩) ঝলমলে রোদের দিনে আলমারিতে বন্দি শাড়িগুলো মেলে রোদে দিন।

৪) সুতি শাড়ি আয়রন করা ছাড়া একদমই আলমারিতে তুলবেন না।

৫) সিল্কের শাড়ির মধ্যে ন্যাপথলিন বল রাখবেন না। এতে শাড়িতে ন্যাপথলিনের গন্ধ বসে যেতে পারে। এর পরিবর্তে দারুচিনি বা লবঙ্গ ব্যবহার করা যেতে পারে।

৬)সিল্কের শাড়ি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন, আলমারিতে ভাজ করে রাখবেন না।

৭) জামদানি শাড়ি রোল করে রাখুন নতুবা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন। বছরে একবার কাটা করতে ভুলবেন না।

ছবি- সাজ্জাদ হোসেন।