চুলের যত্নে রসুন

প্রাণহীন ও ভঙ্গুর চুলের যত্নে ব্যবহার করতে পারেন রসুন। চুল পড়া বন্ধ করতে যেমন সাহায্য করে রসুন, তেমনি চুলের বৃদ্ধি দ্রুত করতেও অতুলনীয় এটি। জেনে নিন কীভাবে চুলের যত্নে রসুন ব্যবহার করবেন।

Garlic-And-Honey-For-Hair-Growth

  • ১ চা চামচ রসুনের রসের সঙ্গে ১ চা চামচ মধু মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন। আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • আধা কাপ অলিভ অয়েল গরম করুন। ৮ কোয়া রসুন ও একটি পেঁয়াজ ছেঁচে দিয়ে দিন তেলে। ফুটে উঠলে নামিয়ে ঠাণ্ডা করুন। ছেঁকে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান তেল। ভালো করে ম্যাসাজ করুন চুলের গোড়া। আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।
  • আদা ও রসুন ছেঁচে নারকেল তেলে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে ছেঁকে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ১০ মিনিট ম্যাসাজ করার পর অপেক্ষা করুন ৪০ মিনিট। মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

তথ্য: স্টাইল ক্রেজ