ফেসিয়াল করার আগে জেনে নিন

নিয়মিত ত্বকের যত্নের পাশাপাশি প্রয়োজন একটু বাড়তি যত্ন। এই বাড়তি যত্নটুকুর জন্য অনেকেই পার্লারে ছোটেন, অনেকেই ঘরে করে নেন ফেসিয়াল। আর উৎসব হলে তো কথাই নেই চাই ঝকঝকে গ্লোয়িং ত্বক। এমন ত্বক পেতে হলে ফেসিয়াল আবশ্যক। তবে ফেসিয়াল করার আগে জেনে নিন কয়েকটি বিষয়...facial

১) ত্বকের ধরণ বুঝে ফেসিয়াল করবেন, বিশেষজ্ঞরাই বলে দেবেন কোন ধরনের ফেসিয়াল দরকার আপনার।

২) মাসে কখনোই দুইবারের বেশি ফেসিয়াল করবেন না।

৩) চেষ্টা করবেন প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ ফেসিয়াল বেছে নিতে।

৪) বেসিক ফেসিয়াল বা ত্বকের ডিপ ক্লিনিং বা পরিষ্কারের কাজটি আপনি ঘরেই করে নিতে পারেন।

৫) বয়স ১৮ এর উপরে না হলে ফেসিয়াল না করাই উচিত।

৬) সুগন্ধীতে এলার্জি থাকলে চেষ্টা করবেন গন্ধবিহীন ক্লিনজিং ক্রিম দিয়ে ফেসিয়াল করতে।

৭) অ্যাডভান্সড ফেসিয়াল মাসে একবারের বেশি করবেন না, এতে ত্বক রুক্ষ হয়ে যেতে পারে।

সূত্র: জি নিউজ।