শেষ হলো বনসাই প্রদর্শনী

71761055_493957264666889_3952673503613812736_nবনসাই বিষয়ক সংগঠন ‘বনসাই জগত’ এর প্রতিষ্ঠাতা বনসাই শিল্পী মো. সুলাইমানের প্রথম বার্ষিক বনসাই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বনসাই জগত এবং সিমুড ইভেন্টস এ আয়োজন করেছে।

গুলশানের ক্যাডেট কলেজ ক্লাবে চারদিনের এ প্রদর্শনী উদ্ধোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

বনসাই বিষয়ক অভিজ্ঞোতা তুলে ধরতে শিল্পী সুলাইমান বলেন,  আমার অবসরে সঙ্গী বনসাই। বনসাইকে নিজের সন্তানের মতো লালন-পালন করে বড় করে তুলি। একটি পরিপূণ বনসাই দেখলে আমার মন ভরে যায়। তিন দিনের এই আয়োজনের ৩০০টি বনসাই প্রদর্শন করা হয়েছে।

Bonsai 2এই আয়োজনে বনসাই বিক্রিও করা হয়। এছাড়া চারদিনের এ আয়োজনে বনসাই শিল্পী মো. সুলাইমান দর্শনার্থীদের কাছে বনসাই তৈরির বিভিন্ন বিষয় তুলে ধরেন।