ব্লাউজ হোক মানানসই

চমৎকার শাড়ির সঠিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে চাই মানানসই ব্লাউজ। বিভিন্ন কাট-ছাঁটের ব্লাউজের ট্রেণ্ড চলছে এখন। বোটনেক, ক্রপ ব্লাউজ, স্লিভলেস,  ডিপ নেক, চাইনিজ কলারের পাশাপাশি রয়েছে  কোল্ড শোল্ডার। তবে ব্লাউজের কাট বেছে নেওয়ার আগে মনে রাখুন কিছু বিষয়।

STORY2

  • বোটনেক পরলে লুক সামান্য ভারি দেখায়। এটি না চাইলে বোটনেকটা গলার দিকে একটু ছড়িয়ে দিন।
  • হাতা কাটা পরার আগে সেটায় আপনি স্বাচ্ছন্দ্য কিনা তা বুঝে নিন। হাত মেদবহুল হলে কনুই পর্যন্ত হাতাওয়ালা ব্লাউজ বেছে নিতে পারেন।
  • পিঠকাটা ব্লাউজ পরতে চাইলে পিঠের ত্বকের পরিচর্যার বিষয়টাও জরুরি। উৎসবে অনুষ্ঠানে যাওয়ার আগে পিঠে অল্প মেকআপও করে নিতে পারেন।
  • অতিরিক্ত আঁটসাঁট ব্লাউজ পরবেন না। এতে উল্টো অস্বস্তিতে মাটি হবে সাজসজ্জা।
  • ওঠানো গলার ব্লাউজ হলে চুল বেঁধে বড় একটি চুল পরে নিতে পারেন কানে। এতে ব্লাউজের সৌন্দর্য ফুটে উঠবে ঠিকঠাক।
  • ব্লাউজের কাজও খুব গুরুত্বপূর্ণ। কাঁধের কাছে ভারি কাজ থাকলে শরীরের গড়ন চওড়া দেখায়। তার জায়গায় ছোট ছোট নকশা বেছে নিতে পারেন।

ছবি: সংগৃহীত