ত্বক নরম করে কলার প্যাক

শীতের সময় রুক্ষ ত্বক একটু বেশিই প্রাণহীন হয়ে পড়ে। ত্বকের রুক্ষতা দূর করার পাশাপাশি নরম ও কোমল ত্বক পেতে ব্যবহার করুন পাকা কলার ফেসপ্যাক। কলাতে রয়েছে ভিটামিন এ, বি, সি ডি। এছাড়া পটাশিয়াম ও প্রাকৃতিক তেল সমৃদ্ধ এই ফলটি ত্বক ময়েশ্চাইজ রাখবে পুরো শীতকাল জুড়েই।

banana-honey-face-pack
কলা ও মধু
একটি পাকা কলা চটকে ১ টেবিল চামচ মধু ও একটি ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
দই ও কলা
১টি পাকা কলা ব্লেন্ড করে ২ টেবিল চামচ টক দই মেশান। মিশ্রণটি ২৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
কলা, মধু ও অলিভ অয়েল
একটি পাকা কলা চটকে ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। প্যাকটি ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
মাখন ও কলা
২ টেবিল চামচ আনসল্টেড বাটারের সঙ্গে একটি পাকা কলার পেস্ট মেশান। ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। 
কলা, দুধ ও গোলাপ
একটি পাকা কলা চটকে ২ টেবিল চামচ কাঁচা দুধ মেশান। ১ টেবিল চামচ আনসল্টেড বাটার ও মুঠোভর্তি গোলাপের পাপড়ি একসঙ্গে ব্লেন্ড করে নিন। সব উপকরণ ভালো করে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ত্বক টানটান হয়ে গেলে ধুয়ে নিন।

তথ্য: বোল্ডস্কাই