ক্লাবহাউজে হবু মায়েদের পোশাক

গর্ভবতী নারীদের জন্য ক্লাবহাউজ নিয়ে এসেছে বিশেষ পোশাক। যমুনা ফিউচার পার্ক আউটলেটে এক ফ্যাশন শোয়ের মাধ্যমে তাদের এই কালেকশন তুলে ধরা হয়।

thumbnail
‘প্রেগন্যান্সি ইজ বিউটিফুল’ শীর্ষক ফ্যাশন শোয়ে সত্যিকারের গর্ভবতী মায়েরাই ছিলেন মডেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. শাহালা খাতুন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. জাহানারা আরজু, ল্যাবএইড হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. মরিয়ম ফারুকী। তারা হবু মায়েদের শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং গর্ভাবস্থায় করণীয় নানা বিষয় সম্পর্কে আলোকপাত করেন।

111111
ক্লাবহাউজের পরিচালক মিসেস মাইমুনা হোসেন বলেন, ‘হবু মায়ের চিন্তা-ভাবনা, প্রত্যাশা এবং ভালোলাগাকে প্রাধান্য দিয়েই ক্লাবহাউস নিয়ে এসেছে ম্যাটারনিটি পোশাক। হবু মা হতে পারেন একজন কর্মজীবি নারী, তার অফিস ওয়্যার কেমন হবে সেটাও চিন্তা করা হয়েছে ডিজাইন করার ক্ষেত্রে। গর্ভাবস্থার এসময়টাতে মায়েদের প্রয়োজন সহজে পরিধেয় ড্রেস। যা তাদের চলাফেরা ও শরীরচর্চার জন্য উপযোগী।’