চুল পড়া রোধ করবে রসুন

411
প্রাচীনকাল থেকেই চুল পড়া রোধ করতে রসুনের রস ব্যবহৃত হয়ে আসছে। চুল পড়া রোধ করার পাশাপাশি খুশকি দূর করে মাথার ত্বক সুস্থ রাখে রসুনের রস। তবে রসুনের রসের পাশাপাশি সপ্তাহে দুইদিন গরম তেলও দেওয়া চাই চুলে। নিয়মিত তেল ও রসুনের রস দিয়ে মাথার ত্বক ম্যাসাজ করলে রক্ত চলাচল বাড়ে। ফলে চুল বাড়ে দ্রুত।

যেভাবে সংগ্রহ করবেন রসুনের রস
তিনটি রসুন ভালো করে থেঁতো করুন। রস আলাদা করে মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করুন। এটি ব্যবহার করতে পারবেন যখন তখন। সপ্তাহে দুইবার রসুনের রস দিন চুলে। চুল দ্রুত বাড়বে। পাশাপাশি চুল পড়া কমে যাবে।

রসুনের রস ব্যবহারের আগে
মাথার ত্বকে কাটা-ছেড়া বা ঘা থাকলে রসুনের রস লাগাবেন না। শুষ্ক চুলে রসুনের রস লাগানোর ৩০ মিনিট আগে গোলাপজল দিয়ে চুল ধুয়ে নিন। গোলাপজল প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করবে চুল। এতে অতিরিক্ত শুষ্ক হবে না মাথার ত্বক। পরিষ্কার চুলে লাগাবেন রসুনের রস। ময়লা বা তেল দেওয়া চুলে লাগালে উপকার পাওয়া যাবে না।

রসুনের রস লাগানোর পর
রসুনের রস মাথার তালুতে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। তারপর চুলগুলো একসঙ্গে বেঁধে হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করুন। ভেষজ শ্যাম্পু বা যেকোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এতে রসুনের গন্ধ দূর হবে। ময়েশ্চারাইজিং কন্ডিশনার লাগিয়ে ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।

/এনএ/