যেসব কারণে সময়ের আগেই পাকে চুল

বয়স ত্রিশ হওয়ার আগেই সামনের চুলগুলো ধূসর হয়ে গেছে? অনেক সময় টিনএইজেও চুলে পাক ধরে যেতে পারে। কী কারণে এমনটি হয়? জেনে নিন সেটাই।

Stop-premature-graying-of-hair-by-only-using-natural-remedies

  • জেনেটিক কারণে বয়স ত্রিশ হওয়ার আগেই পেকে যেতে পারে চুল। বাবা মায়ের চুল দ্রুত পেকে যাওয়ার ইতিহাস থাকলে জিনগত কারণে সন্তানেরও এমনটি হতে পারে।
  • মেলানিন নামক উপাদান কমে যাওয়া চুলে দ্রুত পাক ধরার অন্যতম কারণ। অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস থাকলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় না। এতে মেলানিন কমে চুল পেকে যেতে পারে টিনএইজ বয়সেই।  
  • ভিটামিন বি১২ কমে যাওয়া কিংবা থাইরয়েডের কারণে অসময়ে চুল পেকে যায়। এসব ক্ষেত্রে সঠিক কারণ বের করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
  • হরমোনের মাত্রার উপরও নির্ভর করে চুল পেকে যাওয়া।
  • অতিরিক্ত দুশ্চিন্তা চুল অকালে পেকে যাওয়ার অন্যতম কারণ।
  • অস্বাস্থ্যকর জীবনযাপন চুল দ্রুত পেকে যাওয়ার কারণ। ফাস্টফুড, ধূমপান বা মদ্যপানের অভ্যাস থাকলে চুল ধূসর হয়ে যায় সময়েই আগেই।
  • অতিরিক্ত কেমিক্যালসমৃদ্ধ প্রসাধনীর ব্যবহার চুল ধূসর করে দিতে পারে কম বয়সেই।
  • চুলের দ্রুত পেকে যাওয়ার পেছনে আবহাওয়ার প্রভাবও রয়েছে যথেষ্ট। দূষণের কারণে চুল পেকে যেতে পারে অসময়ে।
  • রক্তশূন্যতার কারণে পাকতে পারে চুল।