রেসিপি: শাহি গোলাপজাম মিষ্টি

অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারেন শাহি গোলাপজাম মিষ্টি। এটি খেতে একদম দোকানের মতোই সুস্বাদু হবে। জেনে নিন রেসিপি।

89961755_2756699144414580_2537345362830557184_o
সিরা তৈরির উপকরণ
পানি- ২ কাপ
চিনি- ২ কাপ
এলাচ- ৩টি
জাফরান- সামান্য
গোলাপজল- ১ চা চামচ  
মিষ্টির ডো তৈরির উপকরণ
গুঁড়া দুধ- ১ কাপ
ময়দা- ১ টেবিল চামচ
বেকিং পাউডার- আধা চা চামচ
এলাচ গুঁড়া- ১/৪ চা চামচ
ডিম- ১টি
ঘি- ১ টেবিল চামচ
তেল- ভাজার জন্য  
প্রস্তুত প্রণালি
চিনির সিরা তৈরি করার জন্য গোলাপজল বাদে সিরা তৈরির বাকি সব উপকরণ দিয়ে দিন চুলায়। বলক চলে আসলে গোলাপজল দিয়ে নেড়ে নামিয়ে নিন। এবার মিষ্টির ডো তৈরির পালা।
প্রথমে সব শুকনা উপকরণ মিশিয়ে নিন। এরপর ডিম ফেটিয়ে মেশান ও ঘি দিয়ে দিন। আঠালো ডো তৈরি হলে অল্প অল্প অংশ নিয়ে গোলাকার করে মিষ্টি বানান। প্যানে পর্যাপ্ত তেল নিয়ে চুলায় বসান। সামান্য গরম হলে একটি একটি করে মিষ্টি দিয়ে বাদামি করে ভেজে নিন।
সিরা চুলায় দিন। গরম হলে মিষ্টি দিয়ে দিন। ঢাকনা দিয়ে ৫ মিনিট ঢেকে রাখুন। নামিয়ে আরও ঘণ্টা দুয়েক ঢেকে রেখে তারপর পরিবেশন করুন মজাদার শাহি গোলাপজাম মিষ্টি।

রেসিপি ও ছবি: ফারজানা পাটওয়ারি