চুল কত দিন পর পর ধোয়া উচিৎ?

চুলে প্রতিদিন পানি লাগানো অনুচিত- এমনই মত রূপ বিশেষজ্ঞদের। প্রতিদিন চুল ধুলে খুব দ্রুত প্রাণ হারায় চুল। এছাড়া চুল ফেটে যাওয়া ও ঝরে পড়ারও কারণ হয়ে দাঁড়াতে পারে এটি। ধরন অনুযায়ী কোন চুল কত দিন পর পর ধোয়া উচিৎ জেনে নিন।

should-i-wash-my-hair-before-getting-it-done

  • যাদের চুল সিল্কি বা স্ট্রেইট তারা একদিন পর পর ধুয়ে নেবেন চুল। কারণ এ ধরনের চুল খুব দ্রুত তৈলাক্ত হয়ে যায়। ফলে একদিনের বেশি পানি না লাগালে চুপসে যায়।
  • যারা কোঁকড়ানো চুলের অধিকারী, তারা সপ্তাহে একবার অথবা দুইবার চুল ধুলেই যথেষ্ট। 
  • ওয়েভি বা ঢেউ খেলানো চুল দুই থেজে তিনবার ধুয়ে নিন প্রতি সপ্তাহে।
  • অনেকের চুলের ধরন থাকে রুক্ষ ও শুষ্ক। এ ধরনের চুল নিয়ে বেশ বিড়ম্বনা পোহাতে হয়। সপ্তাহে দুই থেকে তিনবার ভেষজ শ্যাম্পু দিয়ে এমন চুল ধোবেন। ধোয়ার আগে অবশ্যই তেল ব্যবহার করবেন চুলে।
  • তৈলাক্ত চুল যাদের, তারা একদিন অথবা দুইদিন পর পরই ধুয়ে নিন চুল।