পুরনো টি-শার্ট দিয়ে বানিয়ে ফেলুন ক্লিনিং মপ

করোনাভাইরাসের ঝুঁকির কারণে গৃহস্থালি কাজের সহকারী আসতে পারছেন না। ফলে অফিসের কাজের পাশাপাশি রান্না থেকে শুরু করে ঘর মোছা- সবই করতে হচ্ছে নিজেদেরকেই। ঘর মোছার সুবিধার্থে পুরনো টি-শার্ট দিয়ে নিজেই বানিয়ে ফেলতে পারেন ক্লিনিং মপ। জেনে নিন কীভাবে বানাবেন।

maxresdefault
টি-শার্টের গলা ও হাতের অংশ বাদ দিয়ে দিন কেটে। এবার নিচ থেকে উপরের দিকে লম্বা করে কাটুন অল্প অল্প অংশ করে। একবারে কেটে ফেলবেন না। জিনিসটা যেন ঝালরের মতো হয়। উপরের কয়েক ইঞ্চি অংশ রেখে দেবেন লাঠির সঙ্গে জড়ানোর জন্য। এভাবে কয়েকটি টি-শার্ট কেটে নিন। একটি লম্বা লাঠির আগায় জড়িয়ে নিন এগুলো। উপরের অংশ ধীরে ধীরে জড়াবেন। নিচে থাকবে ঝালরের মতো অংশ। সবগুলো টি-শার্টের ঝালর জড়িয়ে মোটা পেরেক গেঁথে দিন শেষ প্রান্তে। ব্যস! তৈরি হয়ে গেল ঘর মোছার মপ।