হঠাৎ করেই দেখলেন ত্বক হারাচ্ছে জৌলুস। কেমন যেন কালচে দাগও দেখা যাচ্ছে ত্বকে। ত্বকজুড়ে কালো দাগ বা ছোপ দেখা দিতে পারে নানা কারণেই। রোদে দীর্ঘক্ষণ থাকা বা ব্রণের সমস্যা থাকলে এমনটি হতে পারে। আবার অনেক সময় হরমোনের ওঠানামার কারণেও কালচে দাগ পড়ে ত্বকে। ত্বকের কালো দাগ প্রাকৃতিক উপায়ে হালকা করতে চাইলে ঘরে বানিয়ে নিতে পারেন উপটান।
- দুই টেবিল চামচ বেসনের সঙ্গে আধা চা চামচ হলুদ ও ১ টেবিল চামচ দুধ মিশিয়ে নিন। চাইলে দুধের বদলে গোলাপজল মেশাতে পারেন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হবে নিয়মিত এই প্যাক ব্যবহার করলে।
- এক টেবিল চামচ চন্দন গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ গোলাপজল মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। চন্দন ট্যান দূর করতে কার্যকর।
- পরিমাণ মতো মুলতানি মাটির সঙ্গে টমেটোর রস মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। টমেটোতে প্রচুর পরিমাণে লাইকোপিন এবং প্রাকৃতিক অ্যাসিড থাকে যা কালো দাগ দূর করতে সাহায্য করে। মুলতানি মাটি ত্বক থেকে ময়লা দূর করে।
- কয়েকটি বাদাম পানিতে ভিজিয়ে পেস্ট বানিয়ে নিন। এর সঙ্গে মেশান ১ টেবিল চামচ কাঁচা দুধ। মিশ্রণটি ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। বাদাম ভিটামিন ই সমৃদ্ধ, যা কালো দাগ হালকা করতে এবং ত্বককে পুষ্টি জোগাতে সাহায্য করে। দুধ ত্বক উজ্জ্বল করে।
- সমপরিমাণ নিমের গুঁড়া ও তুলসী গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো টক দই মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ত্বকের কালো দাগ দূর করতে দারুণ কার্যকর এই প্যাক।
- এক টেবিল চামচ কমলার খোসার গুঁড়া নিন। এর সঙ্গে ১ চা চামচ মধু ও ১ চা চামচ দই মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। কমলার খোসা ভিটামিন সি সমৃদ্ধ যা ত্বক উজ্জ্বল করে। মধু ত্বককে হাইড্রেট করে এবং প্রশান্ত করে, দই ত্বকে জমে থাকা মরা চামড়া দূর করতে সাহায্য করে।