যে ৫ উপাদান ত্বকে সরাসরি ব্যবহার করবেন না

কিছু উপাদান ত্বকে সরাসরি ব্যবহার না করাই ভালো। রূপচর্চায় এগুলোর কার্যকারিতা থাকলেও সরাসরি ব্যবহারে ক্ষতিগ্রস্ত হতে পারে ত্বক। ফেসপ্যাকে বিভিন্ন উপাদানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন এই ৫ উপাদান। ব্যবহারের আগে ত্বকে কোনও অ্যালার্জি হচ্ছে কিনা সেটি যাচাই করে নিন অল্প পরিমাণে ব্যবহার করে।

Lemon-juice-and-baking-soda-health-benefits
লেবু
লেবুর অ্যাসিডিক ধরন ত্বকের ক্ষতির কারণ হতে পারে। তাই এটি সরাসরি ব্যবহার না করে সামান্য পরিমাণে প্যাকের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। 
টুথপেস্ট
ত্বকে সরাসরি টুথপেস্ট ব্যবহার করবেন না। র‍্যাশ বা ত্বক ফুলে যাওয়ার কারণ হতে পারে এটি।
বেকিং সোডা
ত্বকে বেকিং সোডা সরাসরি লাগালে ক্ষতিগ্রস্ত হতে পারে কোষ। বিশেষ করে সংবেদনশীল ত্বকে কোনওভাবেই এটি ব্যবহার করবেন না।
ভিনেগার
আপেল সিডার ভিনেগার হোক কিংবা সাদা ভিনেগার, পানির সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন ত্বকে। সরাসরি ব্যবহার করবেন না।
চিনি ও লবণ
চিনি অথবা লবণ সরাসরি ত্বকে লাগাবেন না। এগুলো ত্বকের ক্ষতির কারণ হতে পারে।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া