পিরিয়ডকালীন সচেতনতা নিয়ে অনলাইন সেমিনার অনুষ্ঠিত

জন্মগত বা পারিপার্শ্বিকভাবে শারীরিক অক্ষমতার শিকার নারীদের সহায়তায় নন প্রফিট অর্গানাইজেশন ‘সোশালিকা’ আয়োজন করে একটি অনলাইন সেমিনারের। প্রতিবন্ধী নারীদের জন্য পিরিয়ডকালীন সচেতনতামূলক সেমিনারটি আয়োজিত হয় ১ জুন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিআইএসএইচ জেনারেল হাসপাতালের চিকিৎসক ফারজানা খানম।

49750961_815350245486084_2752094084112842752_o
দেশের বিভিন্ন প্রান্তে থাকা শারীরিকভাবে অক্ষম নারীরা অংশ নেন সেমিনারে। তারা সামনাসামনি তাদের সমস্যার ব্যাপারে জানান বিশেষজ্ঞের কাছে এবং পরামর্শ নেন। সেমিনারে সহযোগী হিসেবে ছিল বেস্ট এইড, উইথ শি, স্কুল অব মাইন্ড লাইট, হিউম্যানটরিয়ান এইড, ইআইইএ- ইনশিওরিং ইনক্লুসিভ এডুকেশন ফর অল, ডু ফর শি, মনের স্কুল, লেটস হিল বাংলাদেশসহ আরও বেশ কিছু অর্গানাইজেশন। প্রায় দেড় ঘন্টার এ সেশনে ডা. ফারজানা খানম পিরিয়ডকালীন হাইজিনের বিভিন্ন দিক তুলে ধরেন। অংশগ্রহণকারী নারীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে সঠিক দিকনির্দেশনা দেন ডা. ফারজানা খানম। এছাড়া শারীরিকভাবে প্রতিবন্ধী যারা, তাদের বিষয়েও বিভিন্ন দিকনির্দেশনা এই সেমিনারে উঠে আসে।