চুলের যত্নে পেঁয়াজের রস ব্যবহার করবেন যেভাবে

পেঁয়াজ গ্রিন্ড করে পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিন। রস সংগ্রহ করে ব্যবহার করুন চুলের যত্নে। পেঁয়াজের রস নতুন চুল গজাতে যেমন সাহায্য করে, তেমনি চুলের গোড়া মজবুত করে বন্ধ করে চুল পড়া। এছাড়া চুলের বৃদ্ধি বাড়াতেও এর জুড়ি নেই। জেনে নিন চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন পেঁয়াজের রস।

How-to-Make-Onion-Juice-for-Hair-Growth-640x360
পেঁয়াজের রস ও মধু
২ চা চামচ পেঁয়াজের রসের সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলের জৌলুস বাড়াবে। এছাড়া চুলের বৃদ্ধিও দ্রুত করবে।   
পেঁয়াজের রস ও ক্যাস্টর অয়েল
সমপরিমাণ পেঁয়াজের রস ও ক্যাস্টর অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক নতুন চুল গজাতে ভীষণ কার্যকর।
পেঁয়াজের রস ও অ্যালোভেরা
পেঁয়াজের রসের সঙ্গে অ্যালোভেরার জেল মিশিয়ে ব্লেন্ড করে নিন। চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

জেনে নিন

  • ত্বক অতিরিক্ত সংবেদনশীল হলে সরাসরি পেঁয়াজের রস ব্যবহার করবেন না।
  • পেঁয়াজের রসের তীব্র গন্ধ দূর করতে চাইলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন হেয়ার প্যাকে।
  • পেঁয়াজের রস ফ্রিজারে রেখে ব্যবহার করতে পারবেন প্রয়োজন মতো।