উজ্জ্বল ত্বকের জন্য ই-ক্যাপ ব্যবহার করবেন যেভাবে

ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও নরম রাখতে ব্যবহার করতে পারেন ভিটামিন ই অয়েল। ই ক্যাপসুল থেকে তেল বের করে এটি ব্যবহার করুন বিভিন্ন ফেস প্যাকে।

Vitamin-E-capsule

  • ২ টেবিল চামচ পাকা পেঁপের সঙ্গে ২টি ভিটামিন ই-ক্যাপের তেল মিশিয়ে নিন। ১ চা চামচ গোলাপজল মিশিয়ে ফেস প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  • ১ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে দুটো ক্যাপসুলের তেল ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত।
  • ১টি ডিম ফেটিয়ে ১ টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। একটি ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান। প্যাকটি ২০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  • ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও ১টি ভিটামিন ই ক্যাপসুল অয়েল একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  • ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ দুধ ও দুটি ভিটামিন ই ক্যাপসুল অয়েল মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
  • ১ টেবিল চামচ নারকেলের দুধের সঙ্গে একটি ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে নিন। ত্বকে ম্যাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।