ঈদ আয়োজন

চুলায় তৈরি বিফ শিক কাবাব

ঈদে রেস্টুরেন্টের মতো মজাদার শিক কাবাব বানিয়ে ফেলতে পারেন ঘরেই। পরোটা অথবা লুচির সঙ্গে বিফ শিক কাবাব খেতে খুবই সুস্বাদু। জেনে নিন কীভাবে চুলায় বানাবেন শিক কাবাব।

115887535_4171881206186302_3537008528424907325_n উপকরণ
গরুর মাংসের কিমা-আধা কেজি (চর্বিসহ)   
পেঁয়াজ- আধা কাপ (মিহি কুচি)
চিলি ফ্লেক্স- ১ চা চামচ
গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
ধনিয়ার গুঁড়া- ১ চা চামচ
ভাজা জিরার গুঁড়া- ১ চা চামচ
হলুদ গুঁড়া- কোয়ার্টার চা চামচ
ধনেপাতা কুচি- ১/৪ কাপ (মিহি করে কাটা)
কর্ন ফ্লাওয়ার- ১/৪ কাপ
গরম মসলার গুঁড়া- আধা চা চামচ
লবণ- স্বাদ মতো
ঘি- ২ টেবিল চামচ
তেল- ভাজার জন্য
প্রস্তুত প্রণালি
মাংসের কিমার সঙ্গে তেল বাদে বাকি সব উপকরণ মিশিয়ে নিন। মিশ্রণটি চারপাশে সরিয়ে মাঝের অংশ ফাঁকা করুন। ফয়েল পেপার দিয়ে ছোট একটি বাটি বানিয়ে সেই খালি অংশে রাখুন। চাইলে ছোট স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন। চুলায় গরম করে নেওয়া এক টুকরো কয়লা রাখুন বাটিতে। উপরে সামান্য তেল ঢেলে দিন। ধোঁয়া বের হতে শুরু করলে কাবাবের মিশ্রণসহ বাটিটা একটি বড় ঢাকনা দিয়ে ঢেকে দিন। দেড় মিনিট অপেক্ষা করুন। এতে স্মোকি একটা ফ্লেভার আসবে কাবাবে। সাসলিক স্টিক নিয়ে নিন কয়েকটি। স্টিকগুলো ১০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। কিমার মিশ্রণ কাঠির চারপাশে লাগিয়ে নিন হাতের সাহায্যে। প্যানে তেল গরম করে অল্প আঁচে সময় নিয়ে ভাজুন কাবাব। উল্টেপাল্টে ভাজবেন ১০ থেকে ১২ মিনিট সময় নিয়ে। পরিবেশন করুন গরম গরম।  

ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি