ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আসবে যেসব প্যাকে

হাতের কাছে থাকা বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহারে পেতে পারেন উজ্জ্বল ও সুন্দর ত্বক। ত্বকের ধরন অনুযায়ী সপ্তাহে অন্তত একদিন এসব ফেস প্যাক ব্যবহার করুন।

multani-mitti--aloe-vera-gel-face-mask-1545816392

  • সমপরিমাণ পাকা পেঁপে, পাকা আম ও টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে পুরু করে লাগিয়ে রাখুন ২৫ থেকে ৩০ মিনিট। ত্বকের কালচে দাগ দূর হবে। পাশাপাশি ত্বকে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা।
  • ২ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ১ টেবিল চামচ মধু ও পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। নিয়মিত ব্যবহারে ত্বকের রুক্ষতা ও ব্রণ দূর হবে।
  • অ্যালোভেরা জেলের সঙ্গে হলুদ গুঁড়া ও মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক হবে কোমল ও উজ্জ্বল।
  • ২ টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে অর্ধেকটি লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ম্যাসাজ করুন সময় নিয়ে। কিছুক্ষণ পর ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিন ত্বক।
  • গুঁড়া দুধ ও বেসনের সঙ্গে পরিমাণ মতো কমলার রস মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।