খুশকি দূর করার ৫ উপায়

অ্যান্টি-ড্র্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করে সাময়িক মুক্তি মিললেও আবার ফিরে আসে বিরক্তিকর খুশকি। খুশকির কারণে চুলের গোড়া দুর্বল হয়ে ঝরতে শুরু করে। এছাড়া চুল হারিয়ে ফেলে তার স্বাভাবিক সৌন্দর্য। প্রাকৃতিক উপাদানের তৈরি কিছু হেয়ার প্যাক সপ্তাহে একবার ব্যবহার করলে ধীরে ধীরে নির্মূল হবে খুশকি।  

1320154748-H 

  • লেবুর রস, টক দই ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করুন প্যাকটি।
  • টক দইয়ের সঙ্গে ডিমের কুসুম মিশিয়ে নিন। অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগান। শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখুন চুল। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকও সপ্তাহে একবার ব্যবহার করুন।
  • বেকিং সোডার সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন। শ্যাম্পু ব্যবহারের প্রয়োজন নেই।
  • আপেল সিডার ভিনেগার চুলের গোড়ায় লাগিয়ে অপেক্ষা করুন ২০ মিনিট। টি ট্রি অয়েল আছে এমন শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন চুল।
  • এক ভাগ মাউথওয়াশের সঙ্গে নয় ভাগ পানি মিশিয়ে চুল ধুয়ে নিন।

তথ্য- টাইমস অব ইন্ডিয়া