রূপচর্চায় আপেল সিডার ভিনেগারের ৭ ব্যবহার

ত্বক উজ্জ্বল করার পাশাপাশি খুশকি দূর করতে পারে আপেল সিডার ভিনেগার। এর অ্যাসিডিক উপাদান দূর করে ব্রণও। জেনে নিন রূপচর্চায় আপেল সিডার ভিনেগারের ব্যবহার সম্পর্কে।

apple-cider-vinegar-thumb

  • ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে ধুয়ে মুছে নিন। আপেল সিডার ভিনেগারে তুলা ডুবিয়ে ত্বকে ঘষে ঘষে লাগান। এটি প্রাকৃতিক টোনার হিসেবে ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে।
  • এক ভাগ আপেল সিডার ভিনেগার দুই ভাগ পানির সঙ্গে মিশিয়ে গার্গল করুন। আধা ঘণ্টা অপেক্ষা করে দাঁত ব্রাশ করে ফেলুন। ঝকঝক হবে দাঁত।
  • খুশকি দূর করতে কাজে লাগাতে পারেন আপেল সিডার ভিনেগার। সমপরিমাণ পানি ও আপেল সিডার ভিনেগার একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন পানি দিয়ে। সপ্তাহে একবার অথবা দুইবার ব্যবহার করুন এটি।
  • ব্রণ দূর করতে সমপরিমাণ পানি ও ভিনেগার মিশিয়ে তুলো ভিজিয়ে লাগান আক্রান্ত স্থানে।
  • এক মগ পানিতে দুই টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে শ্যাম্পু শেষে চুল ধুয়ে ফেলুন। ঝলমলে ও নরম হবে চুল।
  • চার কাপ পানির সঙ্গে আধা কাপ ভিনেগার মিশিয়ে একটি নরম কাপড় ভিজিয়ে রাখুন। রোদে পোড়া ত্বকে কাপড়টি চেপে নিন।দূর হবে কালচে দাগ।
  • ভেজিটেবল অয়েলের সঙ্গে আপেল সিডার ভিনেগার মিশিয়ে নখ ডুবিয়ে রাখুন সপ্তাহে একদিন। নখের হলদে দাগ দূর হওয়ার পাশাপাশি শক্তিশালী হবে নখ।