চুল ঘন করবে ৫ হেয়ার প্যাক

ঘন ও লম্বা চুলের জন্য ঘরোয়া যত্নের বিকল্প নেই। প্রাকৃতিক উপাদানের তৈরি হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করলে নতুন চুল গজাবে। এছাড়া ঝলমলে ও লম্বা চুলের জন্যও জরুরি এসব প্যাক। 

Egg-yolks-with-olive-and-castor-oil-hair-mask

  • ডিমের হেয়ার প্যাক ব্যবহার করুন সপ্তাহে দুইদিন। ডিম ফেটিয়ে নারকেল তেল মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে শ্যাম্পু করে নিন।
  • সমপরিমাণ কমলার রস ও অলিভ অয়েল একসঙ্গে মিসিয়ে সামান্য গরম করে চুলের গোড়ায় লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
  • ২ টেবিল চামচ নারকেল তেলে ১ টেবিল চামচ শুকনা আমলকী ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে মিশ্রণটি চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। পরদিন মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • পেঁয়াজের রস লাগান চুলের গোড়ায়। কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিলে ঝাঁঝালো গন্ধ দূর হবে।
  • ক্যাস্টর অয়েলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।