খাবার টেবিলে বসতে না বসতেই তেল-ঝোলের দাগ লেগে পোশাকের বারোটা বেজে গেল! এই দাগ তোলার উপায় জানেন? এছাড়া রক্তের দাগ, কালির দাগ বা ঘামের দাগের মতো দাগ হরহামেশাই লাগে পোশাকে। জেনে নিন পোশাকে লাগা কোন দাগ কীভাবে তুলবেন।
- তেলের দাগ লাগলে উপরে বেকিং সোডা বা চকের গুঁড়া ছিটিয়ে দিন। কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর পোশাক পরিষ্কার করে ফেলুন।
- কলমের কালির দাগ লাগলে দাগ লাগা অংশ কিছুক্ষণ দুধে ডুবিয়ে রাখুন।
- পোশাকে রক্তের দাগ লাগলে হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করুন। দাগ লাগা অংশে কিছুটা হাইড্রোজেন পারঅক্সাইড লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- পোশাকে মেকআপের দাগ যেমন ফাউন্ডেশন বা মাস্কারার দাগ লাগলে শেভিং ক্রিম ব্যবহার করুন। শেভিং ক্রিম দিয়ে ফেনা তুলে দিন দাগ লাগা অংশে। এরপর ৫ মিনিট অপেক্ষা করে তারপর ধুয়ে ফেলুন।
- কফির দাগ লেগে গেলে বেকিং সোডা ছিটিয়ে ভিনেগারের দ্রবণে ভিজিয়ে রাখুন পোশাক।
- পোশাকে যদি লিপস্টিকের দাগ লাগে, তাহলে একটি তুলার বল রাবিং অ্যালকোহলে ভিজিয়ে দাগের উপর ঘষুন।
- পোশাক থেকে ঘামের দাগ তুলতে লেবুর রস ঘষে নিন। এরপর কিছুক্ষণ সরাসরি রোদে রেখে তারপর ধুয়ে ফেলুন।
- সুগন্ধির দাগ লাগলে উপরে একটি ড্রায়ার শিট ঘষে নিন।