আইসিডিডিআরবি’কে করোনা টেস্টিং কিট দিয়েছে এলজি

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর,বি) ঢাকা শাখাকে কোভিড-১৯ টেস্টিং কিট সরবরাহ করেছে এলজি ইলেকট্রনিক্স। বিনামূল্যে কিট সরবরাহের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডি কে সন, কর্পোরেট ব্র্যান্ডিংয়ের প্রধান হাসান মাহমুদুল, আইসিডিডিআর, বি-এর ভাইরোলজি ল্যাব বিভাগের প্রধান এবং সিনিয়র সাইন্টিস্ট, ড. মো. মোস্তাফিজুর রহমানসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

122168490_386892559011330_4530888320994602547_n

অনুষ্ঠানে ডি কে সন জানান, এলজি বাংলাদেশের লক্ষ্য, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা।

উল্লেখ্য, বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব শুরু হলে, এলজি বাংলাদেশ সমাজের অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে দুটি প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করেছে। এর মধ্যে নারায়ণগঞ্জে ১৭৪টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করা হয়। এছাড়াও পঞ্চগড়ে ১৩৫টি পরিবারের মাঝে গবাদিপশু বিতরণের মাধ্যমে করোনায় প্রভাবিত বেশ কিছু মানুষকে এলজির পক্ষ থেকে সহায়তা করা হয়েছে।