চুল পড়া কমাবে পেঁয়াজের তেল

পেঁয়াজ চুলের গোড়া শক্ত করে। ফলে নিয়মিত এটি ব্যবহারে কমে চুল পড়ে। পেঁয়াজের রস ও তেল একসঙ্গে মিশিয়ে বানিয়ে ফেলতে পারেন এক বিশেষ ধরনের তেল। পেঁয়াজের তেল লাগালে চুল বাড়েও দ্রুত। ঘন চুলের জন্য কীভাবে এই তেল তৈরি ও ব্যবহার করবেন জেনে নিন।

onion-juice-638x425
যেভাবে তৈরি করবেন পেঁয়াজের তেল
পেঁয়াজ থেকে রস বের করে নিন। একটি প্যানে নারকেল তেল এবং পেঁয়াজের রস একসঙ্গে জ্বাল দিন। ঠাণ্ডা হলে ছেঁকে নিন। এই তেলটি ছয় মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন।
ব্যবহার পদ্ধতি
দুই ভাগে ভাগ করুন চুল। ধীরে ধীরে গোড়ায় ম্যাসাজ করুন তেল। এক ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে শ্যাম্পু দিন।
উপকারিতা
পেঁয়াজের তেল চুলকে গভীরভাবে কন্ডিশনিং করে। শুষ্ক চুলের জন্য এই তেল খুবই উপকারী। চুলের রুক্ষতা ভাব দূর হওয়ার পাশাপাশি চুলের গোড়াও মজবুত হয় পেঁয়াজের তেল নিয়মিত ব্যবহার করলে। এছাড়া খুশকি দূর হয় ও চুল পড়া কমে।