যেভাবে বানাবেন টক-ঝাল-মিষ্টি জলপাইয়ের শরবত

জলপাইয়ের মৌসুম চলছে। মজাদার ও স্বাস্থ্যকর জলপাইয়ের শরবত বানিয়ে খেতে পারেন এই সময়। এটি দারুণ রিফ্রেশিং একটি পানীয়। বানিয়ে ফেলাও ভীষণ সহজ। জেনে নিন রেসিপি।

Fullscreen capture 11182020 45623 PM.bmp
উপকরণ
জলপাই- ১০টি
টালা জিরার গুঁড়া- আধা চা চামচ
লবণ- স্বাদ মতো
বিট লবণ- আধা চা চামচ
পুদিনা পাতা- কয়েকটি
কাঁচা মরিচ- ২টি (কুচি)
চিনি- স্বাদ মতো
প্রস্তুত প্রণালি
জলপাই সেদ্ধ করে নিন। বিচি ছাড়িয়ে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে নিন। আধা কাপ পানি দিয়ে মিহি করে ব্লেন্ড করুন। প্রথমে অল্প পানি দিয়ে ব্লেন্ড করলে ঠিক মতো মিহি হবে। এরপর দুই গ্লাস পানি, টালা জিরার গুঁড়া, বিট লবণ, চিনিসহ বাকিসব উপকরণ দিয়ে ব্লেন্ড করুন। পরিবেশন করুন গ্লাসে ঢেলে।