বগলের কালচে দাগ দূর করবে এই ৫ উপাদান

যারা হাতাকাটা পোশাক পরতে পছন্দ করেন তাদের জন্য তো বটেই, অন্যদের জন্যও কালচে বগল যথেষ্ট বিব্রতকর। অথচ ঘরোয়া উপায়ে ও অল্প কিছু উপাদান ব্যবহার করেই মুক্তি মিলতে পারে বগলের কালো দাগ থেকে। জেনে নিন কীভাবে।

get-rid-of-dark-underarms

বেকিং সোডা
বেকিং সোডা পাওয়া যায় আমাদের প্রায় প্রত্যেকের রান্নাঘরেই। বেকিং সোডার সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। পেস্টটি বগলের কালচে অংশে ঘষুন কিছুক্ষণ। পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুইবার ব্যবহারে সুফল মিলবে দ্রুত।

নারকেল তেল
ভিটামিন ই সমৃদ্ধ নারকেল তেল প্রতিদিন ঘষুন বগলে। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ধীরে ধীরে দূর হবে দাগ।

আপেল সিডার ভিনেগার
আপেল সিডার ভিনেগারে রয়েছে অ্যাসিডিক উপাদান যা প্রাকৃতিক ক্লিনজার হিসেবে অতুলনীয়। এটি ত্বকে জমে থাকা মরা চামড়া দূর করতেও কার্যকর। সমপরিমাণ বেকিং সোডা ও আপেল সিডার ভিনেগার একসঙ্গে মিশিয়ে বগলে লাগান। ৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

লেবু
প্রাকৃতিকভাবে ত্বক ব্লিচ করতে লেবুর তুলনা নেই। প্রতিদিন গোসলের আগে লেবু অর্ধেক করে কেটে বগলে ঘষুন। কয়েক মিনিট ঘষলেই ফল পবেন দ্রুত।     

অলিভ অয়েল
কালচে দাগ দূর করতে অলিভ অয়েলের সঙ্গে সমপরিমাণ মোটা দানার চিনি মিশিয়ে বগলে ঘষুন। দুই মিনিট ঘষে অপেক্ষা করুন পাঁচ মিনিট। ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া