ব্রণ দূর করার ৫ ঘরোয়া উপায়

আপেল সিডার ভিনেগার
তিন ভাগ পানি ও এক ভাগ ভিনেগার মিশিয়ে পরিষ্কার ত্বকে লাগান। ২০ সেকেন্ড পর ধুয়ে ফেলুন।

মধু ও দারুচিনি
২ টেবিল চামচ মধুর সঙ্গে ১ চা চামচ দারুচিনির গুঁড়া মিশিয়ে পরিষ্কার ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

গ্রিন টি
ফুটন্ত পানিতে গ্রিন টি ব্যাগ রেখে দিন ৫ মিনিট। ঠাণ্ডা হলে লিকার দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। মুখ মুছবেন না। প্রাকৃতিক বাতাসে শুকিয়ে গেলে পানির ঝাপটায় ধুয়ে ফেলুন ত্বক।

অ্যালোভেরা জেল
ত্বক পরিষ্কার করে ময়েশ্চারাইজার হিসেবে লাগান অ্যালোভেরা জেল। দিনে কয়েকবার এটি ব্যবহার করতে পারেন।

স্ক্রাবিং
সমপরিমাণ চিনি ও নারকেল তেল মিশিয়ে ত্বকে ঘষুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।