'উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো’ অনুষ্ঠিত হচ্ছে ১২ মার্চ

সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারী নেতৃত্ব ও তাদের কৃতিত্বকে সম্মান প্রদান করার জন্য উইমেন লিডারশিপ কর্পোরেশন আয়োজন করতে যাচ্ছে 'উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড  অ্যান্ড এক্সপো ২০২১।’ রাজধানীর ওয়েস্টিন হোটেলের বলরুমে আগামী ১২ ও ১৩ মার্চ অনুষ্ঠিত হবে আয়োজনটি।

আজ (১০ মার্চ) দ্য ওয়েস্টিনের ব্রোঞ্জ হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানটির ঘোষণা করেন উইমেন লিডারশিপ করপোরেশনের প্রেসিডেন্ট মারিয়া মৃত্তিক। 

১২ মার্চ সকালে সফল নারী উদ্যোক্তা ও নারী নেতৃত্বদের ১৬টি কাট্যাগরিতে পুরস্কার প্রদান করা হবে। ক্যাটাগরিগুলো হলো: ১. করপোরেট প্রফেশনাল, ২. কন্ট্রিবিউশন ইন এডুকেশন ৩. ওয়েডিং ইভেন্ট প্ল্যানার ৪. ইভেন্ট অর্গানাইজার, ৫. বেকার ৬. মেকআপ আর্টিস্ট ৭. ফ্যাশন ডিজাইনার ৮. মডেস্ট ক্লোথিং ৯. ফটোগ্রাফার ১০. রেস্টুরেন্ট ১১. কন্ট্রিবিউশন ইন উইমেন ইমপাওয়ারমেন্ট ১২. পাইওনিয়ার ইন হারবাল প্রোডাক্ট ১৩. জুয়েলারী ডিজাইনার ১৪. বেস্ট পার্টনার উইমেন ইন পেমেন্ট টেকনোলজি ১৫. কন্ট্রিবিউশন ইন লেদার ইন্ডাস্ট্রি এবং ১৬. ইনফ্লুয়েন্সার ।  

১২ ও ১৩ মার্চ সকাল থেকে চলবে নারী উদ্যোক্তা ও অনুষ্ঠানটির সহযোগীদের নিজস্ব পণ্যের মেলা এবং এক্সপো। প্রায় ৩০টির মতো স্টল থাকবে এক্সপোতে।  নারী উদ্যোক্তারা  তাদের নিজস্ব পণ্যের প্রদর্শনী  করবেন। 

অনুষ্ঠান উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। আরও উপস্থিত থাকবেন এম এমসি এন্টারপ্রাইজ এর জি এম খন্দকার শামীম রহমান, রুপায়ন সিটির জি এম অসীম গোস্বামী,  ই-কমার্স সাইট দারাজের হেড অব মার্কেটিং আবরার হাসনাইন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মৌলভিবাজার ৩ আসনের সাবেক সাংসদ সৈয়দা সায়েরা মহসিন, ওরাকল কর্পোরেশনের কান্ট্রি ম্যানেজার রুবানা দৌলা এবং অভিনেত্রী  দিলারা জামান। ১৩ মার্চের আয়োজনে উপস্থিত থাকবেন বিজিএমইএ এর সভাপতি রুবানা হক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এম এমসি এন্টারপ্রাইজ এর জি এম খন্দকার শামীম রহমান, রুপায়ন সিটির জি এম অসীম গোস্বামী, দারাজের পি আর এক্সিকিউটিভ  মো. ফায়েজ, উইমেন ক্যানের অ্যাডমিন নাম্রাতা খান, ডিজি টাইকুনের ম্যানেজিং ডিরেক্টর নাবিলা করিম ও উইমেন লিডারশিপ করপোরেশনের প্রেসিডেন্ট মারিয়া মৃত্তিক। 

সংবাদ সম্মেলনে উইমেন লিডারশিপ কর্পোরেশনের সভাপতি মারিয়া মৃত্তিক বলেন, ‘যেসব নারীরা সমাজে নিজ উদ্যোগে প্রতিনিয়ত নতুন কিছু সৃষ্টি  করেছেন এবং সকল বাধা বিপত্তি পেরিয়ে নিজ জায়গাতে সফলতা পেয়েছেন, তাদের জন্যই আমাদের এবারের আয়োজন।’ 

অনুষ্ঠানে আকর্ষণ হিসেবে থাকছে বিদ্যা সিনহা মিম ও নুসরাত ফারিয়ার নৃত্য পরিবেশনা। এছাড়াও থাকবে সংগীতশিল্পী কনার পরিবেশনা, জমকালো ফ্যাশন শোসহ আরও অনেক কিছু।  

আয়োজনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে হবে। অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত থেকেও নিবন্ধন করা যাবে। 

এ আয়োজনটির প্রধান পৃষ্ঠপোষক এসএমসি স্মার্ট পিলস। সহযোগিতায় রয়েছে রুপায়ন সিটি ও দারাজ।