চোখ সাজাতে ডাবল লাইন!

চোখ সাজাতে ডাবল লাইন


প্রাচীন মিসরীয় নারীরা কয়লার টানে সাজাতেন চোখ। কেবল সৌন্দর্যবর্ধন নয়, তারা বিশ্বাস করতেন চোখের এ কালো রঙ রক্ষা করবে বিভিন্ন রোগবালাই ও বিপদ থেকে। কালের বিবর্তনে চোখ সাজানোর সে রীতিই আজ অপরিহার্য হয়ে উঠেছে আধুনিক নারীর দৈনন্দিন সাজে। চোখের সাজ নিয়ে রূপ বিশেষজ্ঞরা করেছেন নানা ধরনের নিরীক্ষা। এরমধ্যে জনপ্রিয় হচ্ছে দুই লাইনে চোখ সাজানো। চোখ বড় দেখাতে কিংবা চোখের সাজ জমকালো করতে ডাবল লাইনের জুড়ি নেই।  


প্রতিদিন তো চোখের পাতা জুড়ে এক লাইন করে দিচ্ছেন আইলাইনার কিংবা কাজল। এবার চোখের দুপাশে ডানার মতো করে একটু বাড়িয়ে দিয়ে দেখুন তো কেমন চমৎকার পরিবর্তন চলে আসে সাজে! অথবা কালো আইলাইনারের ওপরে নীল কাজল দিয়ে টেনে দিন আরেকটি লাইন।

দুই লাইনের আইলাইনার

 চোখে স্মোকি ভাব  নিয়ে আসতে চাইলে কালো রঙের আইশ্যাডো লাগান চোখের পাতায়। চোখের পাতার ওপর থেকে কাজল টেনে একটু বাড়িয়ে দিন। নিচের লাইনেও একইভাবে টেনে নিন। গাঢ় করে মাস্কারা লাগিয়ে নিন। 


স্মোকি সাজে দুই লাইনের আইলাইনার

চোখে জমকালো ভাব আনতে উজ্জ্বল রঙের ব্যবহার করতে পারেন। কালো রঙের আইলাইনারের ওপরে টেনে দিন উজ্জ্বল কোনও রঙের আইলাইনারের এক লাইন।   

চোখে উজ্জ্বল রঙের ব্যবহার
 

দৈনন্দিন সাজেও দুই লাইনের আইলাইনার আনতে পারে ব্যতিক্রমী লুক। সাধারণভাবে আইলাইনার লাগিয়ে নিচের অংশে হালকা করে বাড়িয়ে দিন লাইন। চোখ বড় দেখাবে। 

দৈনন্দিন সাজে দুই লাইনের আইলাইনার

আরেকটু ভিন্নভাবে চোখ সাজাতে পারেন ডাবল লাইন ব্যবহার করে। চোখের ওপরে ও নিচের অংশে বাড়িয়ে দেওয়া লাইনের মাঝে লাগিয়ে দিন রুপালি আইশ্যাডো। পার্টিতে জাঁকজমক দেখাবে আপনার চোখ। 

ডাবল লাইন আইলাইনার

 

/এনএ/