তৈলাক্ত চুলের প্রাকৃতিক কন্ডিশনার

তৈলাক্ত চুলের যত্নে কন্ডিশনার



অনেকে মনে করেন তৈলাক্ত চুলের জন্য কন্ডিশনার প্রয়োজন নেই। এটি একদমই ভুল ধারণা। সব ধরনের চুলের জন্যই কন্ডিশনার জরুরি। যাদের ত্বক অতিরিক্ত তেলতেলে তাদের চুলের গোড়া থেকে তেল নিঃসৃত হয়ে তৈলাক্ত হয়ে পড়ে চুল। উপযুক্ত কন্ডিশনার চুলের এই তেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। জেনে নিন তৈলাক্ত চুলের জন্য কী কী কন্ডিশনার ব্যবহার করবেন-   

কলা ও মধু
তৈলাক্ত ও ভঙ্গুর চুলের জন্য খুবই কার্যকর এ হেয়ার প্যাকটি। পাকা কলা চটকে ১ টেবিল চামচ মধু মেশান। মিশ্রণটি এক ঘণ্টা চুলে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। চুল হবে ঝলমলে।

ডিম
ডিমের সাদা অংশে রয়েছে প্রোটিন যা চুলের ভেঙে যাওয়া রোধ করে। ডিমের সাদা অংশের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মেশান। হেয়ার প্যাকটি চুলে এক ঘণ্টা লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। চুলের অতিরিক্ত তেল দূর করবে এটি।

চুলের যত্নে প্রাকৃতিক উপাদান

অ্যালোভেরা ও অলিভ অয়েল
অ্যালোভেরা জেলের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি তৈলাক্ত চুলের ঔজ্জ্বল্য বাড়াবে।
আমন্ড দুধ ও নারিকেল তেল

সমপরিমাণ নারিকেল তেল ও আমন্ড দুধ মেশান। কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে মিশ্রণটি চুলে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। তৈলাক্ত চুল ভালো রাখতে সাহায্য করবে এই হেয়ার প্যাক।

/এনএ/