অ্যালোভেরার তেল বানাবেন যেভাবে

সপ্তাহে দুইদিন অ্যালোভেরার তেল ম্যাসাজ করুন চুলে। কয়েক ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে। কিছুদিনের মধ্যেই কমতে শুরু করবে চুল পড়া। কেমিক্যাল ছাড়াই খুব সহজে কীভাবে তৈরি করবেন উপকারী এই তেল? জেনে নিন সেটাই।


একটি অ্যালোভেরার পাতা ধুয়ে ভালো করে মুছে নিন। চারপাশের ধারালো অংশ, আগা ও গোড়ার অংশ কেটে নিন। ছোট ছোট টুকরা করে ব্লেন্ড করুন। পানি মেশাবেন না। মিশ্রণটি মেজারমেন্ট কাপে মেপে সমপরিমাণ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলায় দিয়ে দিন। লো মিডিয়াম আঁচে ধীরে ধীরে নাড়তে থাকুন। আস্তে আস্তে তেল আলাদা হতে শুরু করবে। ৪০ মিনিটের মধ্যে নিচে জমে যাবে অ্যালোভেরা পাতার অংশ। নামিয়ে ছেঁকে কাচের বয়ামে রেখে দিন। ১ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই তেল।

ছবি: ফারজানা’স রেসিপি