শীতের পোশাক এনেছে ক্যাটস আই

ফ্যাশন হাউজ ক্যাটস আই ৮ ক্যাটাগরিতে শীত সংগ্রহ এনেছে এবার। প্যাটার্ন বৈচিত্র্যের এসব ফরমাল ও ক্যাজুয়াল পোশাকের মধ্যে রয়েছে ব্লেজার, সোয়েটার, হুডি ও কাপড়ের জ্যাকেট।

ক্যাটস আইয়ের চিফ ডিজাইনার ও পরিচালক সাদিক কুদ্দুস বলেন, ‘আমাদের দেশে শীত পড়ে কম পড়ে। তবুও আরামদায়ক, স্টাইলিশ, অভিজাত পোশাক হিসেবে শীতে ব্লেজার বা কাপড়ের জ্যাকেট এখন বেশ জনপ্রিয়। এ কারণেই ফরমাল পোশাকের বলয় ভেঙে ক্যাজুয়াল ধাঁচেও ব্যবহার বেড়েছে ব্লেজারের। ক্যাজুয়াল স্ট্রিটওয়ার হিসাবে ট্র্যাকস্যুটও ট্রেন্ডে ফিরেছে, জনপ্রিয়তা ধরে রেখেছে হুডি ও সোয়েটারও।’ 

শীত পোশাকের পাশাপাশি রেগুলার ক্যাজুয়াল রেডি টু ওয়্যার হিসাবে প্রিমিয়াম কোয়ালিটির শার্ট, পলো, ডেনিম প্যান্ট ও চিনোসও থাকছে প্রতিটি স্টোর ও অনলাইনে।