হীরার আংটি পরিষ্কার করবেন যেভাবে

দীর্ঘদিন ব্যবহারের ফলে তেল ও ময়লা জমে আংটির জৌলুস কমে যেতে পারে। পছন্দের হীরার আংটি পরিষ্কার করে নিতে পারেন বাসাতেই। জেনে নিন কীভাবে করবেন।

 

৪ কাপ পানির সঙ্গে ১ চা চামচ মাইল্ড ডিশ সোপ মিশিয়ে নিন। ভালো করে নেড়ে ফেনা তৈরি করুন। দ্রবণে আংটি ভিজিয়ে রাখুন ২০ মিনিট। এরপর একটি পরিষ্কার টুথব্রাশ দিয়ে আংটির বিভিন্ন অংশে আটকে থাকা ময়লা বের করে নিন।

কলের পানিতে ধুয়ে মাইক্রো ফাইবার কাপড় দিয়ে মুছে নিন আংটি।