মাস্ক পরলেও ছড়াবে না লিপস্টিক

করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে মাস্কের বিকল্প নেই। নতুন নতুন নকশার মাস্ক ফ্যাশন ট্রেন্ডে যোগ করছে বাড়তি পালক। তবে মাস্কের কারণে কি লিপস্টিক ব্যবহার করা বন্ধ হয়ে যাবে? মোটেই নয়! জেনে নিন কীভাবে ব্যবহার করলে মাস্কে লেগে যাবে না লিপস্টিক।

 

ময়েশ্চারাইজার লাগান ঠোঁটে
ঠোঁট শুষ্ক থাকলে লিপস্টিক দ্রুত উঠে যায়। তাই লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটে ময়েশ্চারাইজার লাগান।

লিপ লাইন করে নিন
লিপস্টিকের রঙের লাইনার দিয়ে ঠোঁট এঁকে নিন। এতে চারপাশ থেকে লিপস্টিকের রঙ বেরিয়ে যাবে না।

বাড়তি লিপস্টিক মুছে নিন
লিপস্টিক ব্যবহারের পর টিস্যু দিয়ে হালকা হাতে চেপে বাড়তি লিপস্টিক মুছে নিন। দুই ঠোঁটের মাঝে টিস্যু চেপেও অতিরিক্ত লিপস্টিক মুছে নেবেন। এতে দাঁতে লাগবে না রঙ।

ট্যালকম পাউডার লাগান
সবশেষে সামান্য ট্যালকম পাউডার লাগিয়ে নিন লিপস্টিকের উপর। ব্যস! লিপস্টিক ও মাস্ক দুই-ই থাকবে সুরক্ষিত।