যুগ যুগ ধরে ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে চন্দন কাঠের গুঁড়া বা চন্দন। ত্বক মসৃণ এবং উজ্জ্বল করে প্রাকৃতিক এই উপাদান। নিয়মিত ত্বকে ব্যবহার করলে বার্ধক্যের লক্ষণ দেখা যায় না সহজে। আবার ব্রণের সমস্যাও বাগে আনতে পারে উপকারী চন্দন। ত্বকের যত্নে কীভাবে এটি ব্যবহার করবেন জেনে নিন।
- আর্দ্র ত্বকের জন্য চন্দন এবং মধুর মাস্ক ব্যবহার করতে পারেন। ১ চা চামচ চন্দন এবং মধু মিশিয়ে নিন একসাথে। কয়েক ফোঁটা মধু ও দুধ যোগ করুন। ১৫ মিনিটের জন্য ত্বকে লাগিয়ে রাখুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- উজ্জ্বল ত্বকের জন্য গোলাপজলের সঙ্গে চন্দন মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত।
- ব্রণমুক্ত ত্বকের জন্য পরিমাণ মতো চন্দন গুঁড়ার সঙ্গে মিশিয়ে নিন টক দই। এক চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
- ত্বকের মরা চামড়া দূর করার জন্য চন্দন গুঁড়ার সঙ্গে ওটমিল ও দুধ মিশিয়ে নিন। ত্বকে আলতো করে ঘষুন মিশ্রণটি। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
- ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করার জন্য চন্দন গুঁড়ার সঙ্গে শসার রস মিশিয়ে নিন। ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।